Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সর্বোচ্চ ইবাদত নামাজ খতমে বোখারী মাহফিলে মেয়র নাছির

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তারই ইবাদতের জন্য। আর এই ইবাদতের মধ্যে সর্বোচ্চ ইবাদত হলো নামায। মসজিদে জামাতের সাথে নামায আদায় করা উত্তম। তাই মসজিদ সংস্কারে এগিয়ে আসা উচিত।
তিনি গতকাল শনিবার শত বছরের ঐতিহ্যবাহী আগ্রাবাদ সৈয়দ হাসান আলী মসজিদের নিচতলা সংস্কার কাজ শেষে আয়োজিত খতমে বোখারী মাহফিলে শরিক হয়ে এসব কথা বলেন।
এ সময় নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধরী, সিনিয়র সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদুল হক, কাউন্সিলর নাজমুল হক ডিউক, এইচ এম সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মসজিদের পেশ ইমাম মাওলানা রফিকুল করিম মোনাজাত পরিচালনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ