Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

আমি অভিনয় করতে চাই-ঈশিতা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

আমি অভিনয় করতে চাই। তবে তার জন্য আমার উপযুক্ত গল্প ও চরিত্র লাগবে। নিজের ব্যক্তিগত ব্যস্ততার বাইরে এ রকম ভালো গল্প পেলে কাজ করব। আসছে ঈদের জন্য কয়েকটি নাটকের স্ক্রিপ্ট হাতে পেয়েছি। ভালো লাগলে অভিনয় করব। কথাগুলো বললেন, এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ঈশিতা। ঈশিতা বলেন, আমি যখন অভিনয় করেছি তখন অভিনয়টা আমার কাছে প্রাধান্য পেত। এখন ব্যক্তিগত ব্যস্ততার কারণেই আমি অভিনয়ে সময় দিতে পারছি না। আমি পরিবারে সময় দিচ্ছি। পাশাপাশি নিজের ব্যবসা আছে। সেই ব্যবসাও দেখছি। এভাবেই সময় কেটে যায়। মিডিয়ায় নিয়মিত কাজ করা না হলেও সহকর্মীদের সঙ্গে যোগাযোগ হয়। কেমন কাজ হচ্ছে সেসব খবরও রাখি। উল্লেখ্য, গত বছর পাতা ঝরার দিন নামে একটি নাটকে অভিনয় করেন। নাটকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ