Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘অ্যাভাটার’ সিকুয়েলে মিশেল ইয়ো

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

“তার পুরো ক্যারিয়ারে মিশেল ইয়ো অতুলনীয় এ স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন। এখন আমি ‘অ্যাভাটার’ সিকুয়েলসমূহে তার সঙ্গে একই ধরনের কাজ করার প্রস্তুতি নিচ্ছি,” জেমস ক্যামেরন টুইট করেছেন। জানা গেছে ‘অ্যাভাটার’ ফিল্মের একাধিক সিকুয়েলে মিশেল ইয়ো ড. ক্যারিনা মোগ নামে এক বিজ্ঞানীর ভূমিকায় অভিনয় করবেন। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাঙ লি’র মার্শাল আর্টস ফিল্ম ‘ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন’সহ অনেকগুলো নন্দিত চলচ্চিত্রে অভিনয় করেছেন ইয়ো। তার সা¤প্রতিকতম হিট ফিল্ম ‘ক্রেজি রিচ এশিয়ান’। ‘স্টার ট্রেক ডিসকভারি’ চলচ্চিত্রের স্পিনঅফে তিনি আরেকবার ক্যাপ্টেন ফিলিপা জর্জিও’র ভূমিকায় অভিনয় করবেন। ইয়ো এর আগে জেমস বন্ড সিরিজের ‘টুমরো নেভার ডাইজ’ এবং ড্যানি বয়েলের ‘সানশাইন’ ফিল্মে অভিনয় করেছেন। ২০০৯ সালে মুক্তি পেয়ে ‘অ্যাভাটার’ বিশ্বব্যাপী ২.৭ বিলিয়ন ডলার আয় করেছে। স্যাম ওয়ার্দিংটন এবং জোয়ি সালডানার অভিনয়ে এর প্রথম সিকুয়েলটি ২০২০ সালের ডিসেম্বরে মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ