বাড়াবাড়ি ও ছাড়াছাড়ির কবলে শবে বরাত-৩
সুনানে ইবনে মাজায় বর্ণিত হয়েছে : হযরত আলী ইবনে আবু তালেব (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শায়খুল হাদিস মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, অনেকে মনে করে জিহাদ অর্থ কতল করা, যুদ্ধ করা। আসলে সব জিহাদ কতল নয়। যেমন জালেম শাসকের সামনে হক কথা বলা বড় জিহাদ। কিন্তু এটি তো কতল নয়, তবে সব কতলই জিহাদ। ইসলাম দেশ ও মানবতার মুক্তির জন্য আলেমদেরকে দেশ পরিচালনায় নেতৃত্বে দিতে হবে তাহলে দেশে শান্তি ফিরে আসবে।’
শনিবার বাদ জোহর সিলেট গহরপুর হযরত শাহ্ সুলতান (রহ.) টাইটেল মাদরাসার খতমে বুখারী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
মাদরাসার মুহতামিম হযরত মাওলানা আনুয়ারুল হক চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নায়বে মুহতামিম মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের প্রশিক্ষক আব্দুর রাজ্জাক, ইসলামী আন্দোলনে কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।