রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গাইবান্ধার সুন্দরগঞ্জে যুবলীগ নেতার পিটুনিতে ইউনিয়ন আ.লীগের দুই নেতা আহত হয়েছে। গত শুক্রবার রাত ৮টার দিতে উপজেলার ছাইতানতলা বাজারে সোনারায় ইউনিয়ন আ.লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটেছে। গুরুত্বর আহত ইউনিয়ন সভাপতি ফতেখাঁ গ্রামের দ্বীনন্ধুর ছেলে রনজিত কুমারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবু নাসের মিরানকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগে প্রকাশ ঘটনার সময় ইউনিয়ন আ.লীগ অফিসে মিটিং চলছিল। এ সময় ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহেদুল ইসলাম কয়েকজন সঙ্গীয় লোকজনসহ অফিসে ঢুকে ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদককে মারপিট করে। জাহেদুল বৈদ্যনাথ গ্রামের আবুল হোসেনের ছেলে। উপজেলা আ.লীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল আলম রেজার কাছে এবিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান ভুল বুঝাবুঝির কারণে এমনটি ঘটেছে।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ এস এম আব্দুস সোবহান অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে জানান তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।