Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবেক এমপি বজলুল করিমের ইন্তেকাল

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাবেক জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা বজলুল করিম ফালু ইন্তেকাল করেছেন। গতকাল শনিবার সকাল ১০টা ২০মিনিটে নিজ বাড়ি পাকুন্দিয়া উপজেলার শৈলজানী গ্রামে শেষনিঃশ্বাস ত্যাগ করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮বছর। তিনি দীর্ঘদিন ধরে লিভারজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বজলুল করিম ফালু ১৯৮৮ সালে এরশাদ পিরিয়ডের এমপি ছিলেন। পরবর্তীতে ১৯৯৬ সালে তিনি বিএনপিতে যোগদেন। তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা পদে ছিলেন।
আজ রোববার সকাল সাড়ে ১০টায় কোদালিয়া এস.আই উচ্চ বিদ্যালয়ে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো.জালাল উদ্দিন ও সদস্য সচিব মো.কামাল উদ্দিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ