বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লার মুরাদনগরে হাজী আবু হানিফ নামে এক সউদী প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বাখরনগর গ্রামে ওই প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী হামলা করা হয়। এ সময় নগদ অর্থসহ স্বর্নালংকার লুটে নেয়ার অভিযোগ করা হয়। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা দায়ের করেছে। জানা যায়, বাখরনগর গ্রামের দক্ষিণ পাড়ায় দেলোয়ার হোসেন ও আবুল হোসেন গ্রæপের লোকজনের মাঝে পুকুরের মাটিকাটা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় উভয় গ্রæপের মাঝে সংঘর্ষ এবং পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার আবুল হোসেন গ্রæপের এজহার নামীয় আসামি আল আমিনকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় লোকজন জানায়, প্রবাসী হাজী আবু হানিফের পরিবার কোন গ্রæপের সাথে জড়িত নয়, সেও দীর্ঘদিন যাবত সাউদী আরবে আছেন। তার বাড়িতে সন্ত্রাসী হামলা ভাঙচুর লুটপাট অত্যন্ত ন্যক্কারজনক। এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন এলাকার লোকজন। এ বিষয়ে ওসি একেএম মনজুর আলম বলেন, মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।