বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অন্যের প্রাইভেটকার ভাড়ায় নিয়ে ফেনসিডিলের চালান নিয়ে ঢাকায় ঢুকছিলেন তিন মাদকব্যবসায়ী। সাভারের হেয়ায়েতপুরে র্যাবের উপস্থিতি টের পেয়ে দ্রæতগতিতে প্রাইভেটকার চালিয়ে চেকপোস্ট ওভারটেক করে চালক মাদকব্যবসায়ী আলম মিয়া। দ্রæতগতির কারণে ৪টি সিএনজি ও ৫/৬টি রিকশাকেও ধাক্কা দিয়ে চলে যায়।
তবে শেষ রক্ষা হয়নি। রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন তালতলা এলাকায় গোলাগুলি পর গুলিবিদ্ধ অবস্থায় র্যাবের হাতে ধরা পড়ে আলম মিয়া। র্যাব জানায়, মিরপুরের এক উবার চালকের কাছ থেকে প্রাইভেটকারটি ভাড়া নিয়ে মাদক সরবরাহের কাজ করে আসছিলো আলম মিয়া।
র্যাব-২ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, আলম মিয়া পেশাদার মাদক ব্যবসায়ী। অ্যাপভিত্তিক পরিবহনসেবা উবারের গাড়ি ভাড়ায় নিয়ে তিনি ইয়াবা ও ফেনসিডিলের চালান কাক্সিক্ষত গন্তব্যে পাঠিয়ে আসছিলেন। তিনি আরও বলেন, আমাদের কাছে গোপন তথ্য ছিলÑ সকালে ফেনসিডিলের বড় একটি চালান ঢাকায় ঢুকবে। পরে র্যাব রাজধানীর পৃথক তিনটি স্থানে চেকপোস্ট বসায়। সকাল ৯টার দিকে ওই প্রাইভেটকার সাভারের হেমায়েতপুরে পৌঁছলে চেকপোস্ট দেখতে পেয়ে দ্রæতগতিতে গাড়ি চালিয়ে পালিয়ে যায়। সে সময় এ বি সিদ্দিক নামে এক র্যাব সদস্য আহত হন।
তিনি বলেন, গাবতলীর কাছে আসার পর প্রাইভেটকারে থাকা তিনজনের মধ্যে রহমান নামে এক মাদক ব্যবসায়ী নেমে যান। এরপর মিরপুর থেকে মাজার রোড হয়ে আগারগাঁও অভিমুখে গাড়িটি দ্রæতগতিতে চলতে থাকে। দ্রæত গতির কারণে মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত ওই প্রাইভেটকার রিকশা ও সিএনজিকে ধাক্কা মারে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, সকাল পৌনে ১০টার দিকে শেরেবাংলা নগর তালতলা মুক্তি হাউজিং এলাকায় র্যাব সদস্যরা গাড়িটি আটকে দেয়। দুই মাদক ব্যবসায়ী গাড়ি থেকে নেমেই র্যাব সদস্যদের ওপর গুলি ছুঁড়তে শুরু করে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও গুলি ছুড়লে আলম মিয়া আহত হয়। আরেকজন পালিয়ে যায়। অস্ত্র ও গুলিসহ আলম মিয়াকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। তার ব্যবহৃত প্রাইভেটকারটিসহ শতাধিক বোতল ফেনসিডিল জব্দ করা হয়। জানা গেছে, প্রাইভেটকারটি মিরপুরের জনৈক উবারের চালক রুমির কাছ থেকে ভাড়া নেন আটক আলম মিয়া। তিনি উবারের ওই গাড়িতে করে মাদক সরবরাহের কাজ করে আসছিলেন। আলম মিয়াসহ অজ্ঞাতদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায়, মাদক, র্যাব সদস্যদের ওপর হামলা ও অস্ত্র আইনে তিনটি পৃথক মামলা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।