Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঞ্চ নাটকে নাগরিক নাট্য সম্প্রদায়ের আর্থিক সহযোগিতার উদ্যোগ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

দর্শনীর বিনিময়ে নিয়মিত নাট্য চর্চার সাড়ে চার দশক পূর্তি এবং প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নাট্যদল নাগরিক নাট্য সম্প্রদায় নতুন উদ্যোগ গ্রহণ করেছে। উদ্যোগের অংশ হিসেবে কয়েকটি নাট্য প্রযোজনাকে প্রণোদনা প্রদান এবং নাটকগুলো নিয়ে পরবর্তীতে একটি নাট্য উৎসব উদযাপনের ঘোষণা দিয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে তরুণ মঞ্চ নাট্য নির্দেশকদের কাছ থেকে নতুন নাটক আহ্বান করে নাগরিক নাট্য সম্প্রদায়। প্রাপ্ত নাটকগুলো থেকে দক্ষ নির্বাচকমন্ডলী ৫টি নতুন নাটক নির্বাচন করে প্রণোদনা দেবে। নাটকগুলোর নির্মাণ গতি তরাণি¦ত করার লক্ষ্যে, প্রাথমিক পর্যায়ে, প্রণোদনা অর্থের ২৫% সম্প্রতি প্রদান করা হয়। নাগরিক নাট্য সম্প্রদায়ের এই উদ্যোগের সাথে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করেছে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ইউনিলিভার বাংলাদেশ লিঃ এবং মঙ্গল দীপ ফাউন্ডেশন। নাগরিক নাট্য সম্প্রদায় এই বছরের শেষের দিকে প্রণোদিত ৫টি নাটক এবং নাগরিক নাট্য সম্প্রদায়ের নতুন ২টি প্রযোজনা প্রথম মঞ্চায়নের মধ্য দিয়ে একটি নাট্য উৎসব উদযাপন করবে। তরুণ মঞ্চ নাট্য নির্দেশকদের প্রণোদনা প্রদানের মাধ্যমে নিয়মিত নাট্য প্রদর্শনীতে উদ্বুদ্ধকরণ এবং তাদের নির্দেশিত নাটকের উদ্বোধনী প্রদর্শনী সকলের কাছে তুলে ধরার নতুন এই ভাবনার সাথে এ দেশের মঞ্চ নাটকের দর্শকদের সম্পৃক্ত এবং আগ্রহী করে তুলতে চায় নাগরিক নাট্য সম্প্রদায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ