প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জনপ্রিয় চলচ্চিত্র নায়ক ডি এ তায়েবের মুক্তিপ্রাপ্ত দুইটি সিনেমা নিয়ে টাঙ্গাইলের গোনুটিয়ায় প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তার অভিনীত সিনেমা দুটি হচ্ছে সোনাবন্ধু ও অন্ধকার জগত। গতকাল ও আজ শিল্পী ঐক্যজোটের ব্যনারে এ প্রদর্শনী হচ্ছে। একই সঙ্গে আলী আকবর খান চৌধুরী স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডি এ তায়েব বলেন, আমি টাঙ্গাইলের ছেলে, টাঙ্গাইলবাসী আমাকে তাদের ঘরের মানুষ মনে করেন। তারা আমাকে ভালবাসে। তার নির্দশন দেখিয়েছেন আমার অভিনীত দুইটি সিনেমার প্রদর্শনীর আয়োজন করে। আমি টাঙ্গাইলবাসীর প্রতি কৃতজ্ঞ। তাদের এ ভালবাসা যাতে ধরে রাখতে পারি, এ দোয়া কামনা করছি। সেই সাথে দর্শকদের কাছেও কৃতজ্ঞ। তারা আমার প্রতি যে ভালবাসা দেখিয়েছেন, তা আমার চলার পথের পাথেয় হয়ে থাকবে। আমি দর্শকদের আহ্বান জানাই, বাংলা চলচ্চিত্র দেখুন এবং বাংলা চলচ্চিত্রকে ভালবাসুন। আপনাদের ভালবাসায়ই চলচ্চিত্রকে টিকিয়ে রাখতে পারবে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।