Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিত্র পরিচালক হাসিবুল ইসলাম মিজান আর নেই

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক হাসিবুল ইসলাম মিজান আর নেই। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বনশ্রীতে তার বাসভবনে ব্রেইন স্ট্রোক করে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গণে শোকের ছায়া নেমে আসে। গতকাল দুপুরে তার মরদেহ এফডিসিতে নেয়া হয়। সেখানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জুমা মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডের আল মারকাজ জামে মসজিদে শেষ জানাজা শেষে তাকে মোহাম্মদপুর কবরস্থানে দাফন করা হয়। হাসিবুল ইসলাম মিজান ফেরদৌস, শাকিব ও শাবনূরকে নিয়ে আমার স্বপ্ন তুমি সিনেমা নির্মাণ করে ব্যাপক আলোড়ন তুলেছিলেন। তিনি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদকে চলচ্চিত্রে এনেছিলেন। এছাড়া এ প্রজন্মের তরুণ নায়ক কায়েস আরজু এবং টিভি অভিনেত্রী আয়েশা মুক্তিকে জুটি করে ‘তুমি আছো হৃদয়ে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নিয়ে আসেন। তার নির্মাণাধীন তিনটি সিনেমা হলো ফুলবানু, মনে মনে প্রেম ও পাগল প্রেমিক নামে তার নির্মাণাধীন তিনটি সিনেমা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ