Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

ব্রি লারসন : ‘ক্যাপ্টেন মারভেল’ বিলিয়ন ডলার আয়ের পরও কেন সংশয়?

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

তার অভিনয়ে ‘ক্যাপ্টেন মারভেল’ ১ বিলিয়ন ডলারের বেশি আয় করার পরও হলিউডের অনেকে যে তা মানতে পারছে তা দেখে ব্রি লারসনের কাছে বেশ মজা লাগছে। চলচ্চিত্রটিতে লারসন ক্যারন ড্যানভার্স ওরফে ক্যাপ্টেন মারভেলের ভূমিকায় অভিনয় করেছেন। মারভেল সিনেমাটিক ইউনিভার্সের কোনও ফিল্মের কেন্দ্রীয় চরিত্রে এই প্রথম কোন নারী অভিনয় করল। নিউ ইয়র্কে উইমেন ইন দ্য ওয়ার্ল্ড কনফারেন্সে ২৯ বছর বয়সী এই অভিনেত্রী জানান, তিনি প্রথম দিকে খুব চাপে ছিলেন তবে তিনি পরিশেষে উপলব্ধি করেছেন নারীকেন্দ্রিক চলচ্চিত্র বড় বাণিজ্যের জন্য উপযোগী নয় তা ভুয়া ধারণা। আমরা নিজেরাই আমাদের ওপর চাপ সৃষ্টি করি। আমি সিনেমার ইতিহাস বুঝি। চলচ্চিত্র শিল্পের শুরুটায় বেশির ভাগ নারীর অবদান ছিল। নারী নির্মাতাদের দিয়ে এর শুরু। নারীদের আগে রেখে ফিল্ম সাফল্য পায় না এমন ধারণা শিল্প নয় ভুয়া,” লারসন বলেন। নারীকেন্দ্রিক চলচ্চিত্র বিলিয়ন ডলার আয় করতে পারে না এমন কাঁচের ছাদ তিনি ভাঙতে পেরেছেন বলে কৃতজ্ঞ। ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেইম’ চলচ্চিত্রে ব্রি লারসনকে আবার ক্যাপ্টেন মারভেল ভূমিকায় দেখা যাবে। ২৬ এপ্রিল ফিল্মটি মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ