Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘হয় মেরিল স্ট্রিপ নয়তো মাধুরী দীক্ষিত’

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

যতটা সম্ভব কৃত্রিমতা বর্জন করে নারীর স্বাভাবিক সৌন্দর্যকে প্রকাশ করার ধারণাকে জনপ্রিয় করার জন্য তিনি বিশ্ব জুড়ে নাম করেছেন। এই ববি ব্রাউনের মত মেক-আপ শিল্পী আর একজন আছে কীনা সন্দেহ। তার এই খ্যাতি অর্জনের এক বড় ইতিহাস রয়েছে। ববি মনে করেন তার জীবন নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করা যেতে পারে। তার জীবন অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ সম্পর্কে তিনি বলেন, “এমন হলে তো অসাধারণ হয়।” কিন্তু কে অভিনয় করবেন এই মেক-আপ আইকনের ভূমিকায়? ববি নিজেই সে সম্পর্কে ধারণা দিয়েছেন। তিনি বলেন, “হলিউড থেকে মেরিল স্ট্রিপ হতে পারেন অথবা বলিউড থেকে মাধুরী দীক্ষিত।” ববি স¤প্রতি একটি মেকআপ শোতে অংশ নেবার জন্য ভারত সফর করেছেন। ব্রাদার্স ইনকর্পোরেটেড নামে একটি প্রতিষ্ঠান এটি আয়োজন করেছে।ববি ব্রাউন (৬১) ১৯৯১ সালে বার্গডর্ফ গুডম্যানের দোকানে তার ১০ শেডের লিপস্টিক দিয়ে মেকআপ দুনিয়ায় পা রাখেন। এখন তার প্রতিষ্ঠানের মূল্য কয়েক বিলিয়ন ডলার। মিশেল ওবামা, কেটি হোমস এবং ডাচেস অফ ক্যামব্রিজের মত ব্যক্তিত্বরা তার মেকআপ কৌশলের ভক্ত। এস্টে লডার তার ববি ব্রাউন ব্র্যান্ড বাজারজাত করে থাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ