রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পিরোজপুরের মঠবাড়িয়ায় কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ছাত্রীর মা ও বোনকে পিটিয়ে আহত করার মামলার আসামি বখাটে জসিম হাওলাদার (২৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার আন্ধারমানিক গ্রামের বাড়ি থেকে ওই বখাটে জসিমকে গ্রফতার করা হয়। বখাটে জসিম উপজেলার আন্ধারমানিক গ্রামের জমাল হাওলাদারের ছেলে।
থানা সূত্রে জানা যায়, মঠবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রীকে প্রতিনিয়ত কলেজে যাতায়াতের পথে উত্যক্ত করত বখাটে জসিম। গত ৬ এপ্রিল শনিবার সকালে ওই কলেজ ছাত্রী ঘর থেকে কলেজে যাওয়ার পথে বাড়ির সামনের সড়কে পথরোধ করে উত্যক্ত করে এবং হাত ধরে টানাহেচড়া করে তার বাড়ির ভিতরে নিয়ে য়ায়। এসময় ওই ছাত্রীর চিৎকার শুনে ছোট বোন ও মা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে বখাটে জসিম ও তার বাবা জামাল তাদের উপর হামলা চালিয়ে আহত করে। এ ঘটনার পরের দিন ওই ছাত্রীর বাবা বাদি হয়ে বখাটে জসিমকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করে।
মঠবাড়িয়া থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ বখাটে জসিমের গ্রফতারের সত্যতা নিশ্চিত করে বলেন,তাকে গতকাল শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।