Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিবাদে ভোলা ও নরসিংদীতে বিক্ষোভ-মানববন্ধন

বেসরকারি শিক্ষকদের ৪% অতিরিক্ত কর্তন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

দেশের বেসরকারি শিক্ষকদের বেতন হতে অবসর ও কল্যাণ ট্রাস্টে অতিরিক্ত ৪% কর্তনের আদেশ প্রত্যাহার এবং প্রজ্ঞাপন বাতিলের দাবিতে ভোলায় ও নরসিংদীর মনোহরদীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ বিয়য়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
ভোলা জেলা সংবাদদাতা জানান, ভোলা জেলার সকল স্তরের শিক্ষক সংগঠনগুলো ঐক্যবদ্ধ অংশগ্রহণে এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে শত শত শিক্ষক কর্মচারীদের উপস্থিতিতে শিক্ষক নেতৃবৃন্দ অবিলম্বে এই অমানবিক কর্তনের আদেশ প্রত্যাহার ও প্রজ্ঞাপনটি বাতিলের দাবি জানান। এই অমানবিক কর্তনের আদেশ বাতিল করা না হলে শিক্ষকগণ রাস্তায় নেমে কঠোর কর্মসূচির ঘোষণা দিবেন বলে হুশিয়ারি উচ্চারণ করেন। সরকারের অনেক সাফল্যকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে কতিপয় অসাধু কর্মকর্তা তাদের এই হীন উদ্দেশ্য কোন মতেই সফল করতে দেয়া হবে না বলে বক্তব্য দেন শিক্ষক নেতারা। সমাবেশ শেষে জেলা প্রশাসক মো. মাসুদ আলম সিদ্দিকীর নিকট শিক্ষামন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
সমাবেশে বিভিন্ন সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন, মো. মাকসুদুর রহমান, অধ্যক্ষ, নাজিউর রহমান ডিগ্রি কলেজ। সাফিয়া খাতুন, অধ্যক্ষ এ রব স্কুল এন্ড কলেজ। মো. সাইদুল হাসান সেলিম, সভাপতি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম। মো. আমির হোসেন, সভাপতি শিক্ষক সমিতি (কামরুজ্জামান)। অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, যুগ্ম মহাসচিব বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম। মো. আবু তাহের, সভাপতি, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম, ভোলা জেলা শাখা। অধ্যাপক আলতাজের রহমান ডিগ্রি কলেজ। আব্দুর রহমান বাবলু, প্রধান শিক্ষক, পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়। অধ্যক্ষ আলিশা ইসলামিয়া মডেল কলেজ। অধ্যক্ষ, ব্যাংকেরহাট কলেজ। অধ্যক্ষ হালিমা খাতুন বালিকা স্কুল এন্ড কলেজ। খালেদা খানম, অধ্যক্ষ শহীদ জিয়া স্কুল এন্ড কলেজ প্রমুখ।
নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার জানান, নরসিংদীর মনোহরদীতে বেসরকারি শিক্ষক-কর্মচারিদের অবসর বোর্ড ও কল্যাণ তহবিলে অতিরিক্ত চার শতাংশ চাঁদা কর্তনের জারিকৃত প্রজ্ঞাপন বাতিলের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারি ফোরাম মনোহরদী উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের মনোহরদী উপজেলা শাখার জৈষ্ঠ্য সভাপতি মো. হযরত আলীর সভাপতিত্বে ও প্রভাষক রুহুল আমিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক অধ্যাপক দেলাওয়ার হোসেন আজিজী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম, অধ্যক্ষ সাইফুল ইসলাম, মনোহরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ মোল্লাসহ সভাপতি আবুল হাসেম ভূঞা, আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, আব্দুল মজিদ, ওয়ালিউল্লাহ, সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাচ্চু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. রাশেদ, মাজহারুল ইসলাম, কুতুব উদ্দিন, জসিম উদ্দিন, মোস্তফা কামাল, সহ প্রচার সম্পাদক ওমর ফারুক, হাবিবুল্লাহ বাহার, ওয়াজ উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে অবসর ও কল্যাণ তহবিলের অতিরিক্ত চার শতাংশ কর্তনের প্রজ্ঞাপন স্থায়ীভাবে বাতিলের দাবি জানান। অন্যথায় সারাদেশের বেসরকারি শিক্ষক-কর্মচারীরা রাজপথে নেমে দাবি আদায়ের জন্য কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিক্ষুব্ধ শিক্ষক কর্মচারি নেতৃবৃন্দ অবিলম্ভে অতিরিক্ত ৪% কর্তনের আদেশ ও প্রজ্ঞাপন বাতিলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ