Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রেন থেকে বিপুল পরিমাণ নকল কোর্ট ফি উদ্ধার

অদমদীঘি (বগুড়) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

বগুড়ার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন থেকে ২০ টাকা মূল্যের বিপুল পরিমান নকল কোর্ট ফি উদ্ধার করেছে।
সান্তাহার রেলওয়ে থানা সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী আন্তঃনগর দ্রতযান ট্রেন সান্তাহার জংশন স্টেশনে পৌছলে স্থানীয় রেলওয়ে থানার এ এস আই মো. রুহুল আমিনের নেতৃত্বে এক বিশেষ অভিযানের সময় ওই ট্রেনের ‘জ’ নম্বর বগি থেকে মালিক বিহীন একটি স্কুল ব্যাগে প্রতিটি ২০ টাকা মূল্যের প্রতিটি শিটে ৪০টি করে ৫৫০ শিটে ৪ লাখ ৪০ হাজার টাকার ২২ হাজার পিস নকল বাংলাদেশ কোর্ট ফি উদ্ধার করে জব্দ তালিকা করেছে। বিষয়টি নিশ্চিত করেছিন সান্তাহার রেলওয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম।
অবশেষে আহত যাত্রীর মিলেছে পরিচয়
অবশেষে ‘বগুড়ার সান্তাহারে চলন্ত ট্রেনে নিক্ষেপ করা পাথরের আঘাতে আহত যাত্রীর পরিচয় মিলেছে। সে নওগা সদর উপজেলার ইকরতারা গ্রামের মধ্যে পাড়ার মৃত রবি মন্ডলের ছেলে হোসেন আলী (৩৩)। গত মঙ্গলবার বিকেলে চিলাহাটি থেকে খুনলাগামী রকেট মেইল ট্রেনে নিক্ষেপ করা পাথরের আঘাতে আহত হয়ে নওগাাঁর উত্তরা ক্লিনিকে চিকিৎসা শেষে দুদনি পর গতকাল শুক্রবার সকালে সান্তাহার রেলওয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
উল্লেখ্য মঙ্গলবার বিকেলে চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেন সান্তাহার জংশন স্টেশনে প্রবেশকালে শহরের মালগুদাম এলাকায় হিৃদয় (২২) নামের এক যুবক ট্রেনটিতে পাথর নিক্ষেপ করে। এতে হোসেন আলী (৩৩) নামের এক ব্যাক্তি আহত হয়। পাথর নিক্ষেপের সময় উপস্থিত দুই যুবক সুজন ও মজনু প্রতিবাদ করলে পাথর নিক্ষেপকারী যুবক হৃদয় ও তার পরিবারের লোকজনের সাথে মারপিটের ঘটনা ঘটে। এতে প্রতিবাদকারী দুই যুবক সুজন (২২) ও মজনু (১৭) গুরুতর আহত হয়। আহততের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সুজন সান্তাহার শহরের আমবাগান এলাকার আব্দুল আলিম এবং মজনু একই এলাকার সোলেমানের ছেলে বলে জানাগাছে। পাথর নিক্ষেপকারী যুবক লোকো পশ্চিম কলোনীর আতোয়ার হোসেনের ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ