রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাটোরের বড়াইগ্রামে আদালতে মামলা দায়ের করায় ধর্ষক ও তার পরিবারের সদস্যদের হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে নির্যাতিত প্রতিবন্ধী তরুণী ও তার স্বজনেরা।
জানা যায়, গত ০২ মার্চ দুপুরে জোনাইল ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে আশরাফুল ইসলামের বাড়িতে টিভি দেখতে যায় তার প্রতিবেশী প্রতিবন্ধী এক তরুণী। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে লম্পট আশরাফুল তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় গ্রাম্য প্রধানেরা সালিশ মিটিংয়ে সমাধানের আশ্বাস দিয়ে কয়েকদিন সময় অতিবাহিত করেন। পরে গ্রাম্য প্রধানদের বাধা অমান্য করে নির্যাতিতা তরুণীর মা নাটোর নারী ও শিশু আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর লম্পট আশরাফুল বেশ কয়েকদিন পলাতক থাকলেও গত এক সপ্তাহ ধরে এলাকায় ফিরে এসে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে। একই সঙ্গে আশরাফুলের পরিবারের সদস্যরাও প্রতিবন্ধী তরুণী ও তার বাবা-মাকে মামলা তুলে নেয়ার জন্য চাপ দিচ্ছে।
অন্যথায় তাদেরকে দেখে নেয়ার হুমকি দিচ্ছেন তারা। এ অবস্থায় ধর্ষিতা প্রতিবন্ধী তরুণী ও তার বাবা মা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।
এ ব্যাপারে অভিযুক্ত আশরাফুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা সঠিক নয়। তারা মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানী করছে। তবে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দেয়া প্রসঙ্গে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।