Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদ্মায় হাত-পা বাঁধা লাশ উদ্ধার

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

 রাজশাহীর পদ্মা নদীতে পা বাঁধা অবস্থায় ভেসে আসা এক ব্যক্তির লাশ গতকাল সকালে শ্রীরামপুর টি-বাঁধ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তিন-চার দিন আগে তাকে হত্যা করে পানিতে ফেলে দেয়া হয় বলে ধারণা করা হচ্ছে।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, পচন ধরা মরদেহের পা বাধা ছিল। স্থানীয়রা প্রথমে লাশটি দেখে রাজপাড়া থানায় খবর দিলে সেটি উদ্ধার করে দামকুড়া থানায় হস্তান্তর করা হয়। দামকুড়া থানার ওসি বলেন, নিহত ব্যক্তির পরনে কালো ফুলপ্যান্ট ও সাদা ফুলহাতা শার্ট ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে তিন-চার দিন আগে হত্যা করা হয়েছে। আর লাশটি নদীর পানিতে ভাসছিল। তাই সেটি ভেসে এসেছে।
তবে অন্য কোথাও তাকে হত্যা করে টি-বাঁধ লাশ ফেলে যাওয়া হয়েছে কী না সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ