বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার হুমায়ুন কবির বলেছেন, আগামী ২০ থেকে ৩০ এপ্রিল ১০ দিন মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান। সরকার মাদক ও জঙ্গির বিষয়ে জিরো টলারেন্স। মাদকের বিষয়ে কোন ছাড় নেই, পুলিশের কোন সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থাগ্রহণ করা হবে।
রাজশাহী নগরীর সার্বিক বিষয়ে সাংবাদিকদের সহাযোগীতা কামনা করেন। পদ্মার চর এলাকায় সন্ধ্যায় পুলিশের নিয়মিত টহলের ব্যবস্থা করা হবে। এইসব এলাকায় অনেক শিক্ষার্থীরা যাওয়া-আসা করে। যেন কোন ধরণের অপরাধ সংঘটিত না হয় সেদিকে কঠোর পদক্ষেপ নেয়া হবে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আরএমপি কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
তিনি বলেন, পুলিশ তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ। অপরাধী যেই ধরনের অপরাধ করুক না কেন ধরা পড়তেই হবে। কোন অপরাধী তার মোবাইলের সব তথ্য মুছে ফেললেও (ডিলিট) পুলিশ তা বের করবে। এমন প্রযুক্তি পুলিশের কাছে আছে।
পুলিশ কর্মকর্তা হুমায়ুন কবির এর আগে ঢাকায় পুলিশ পরিদপ্তরে উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। গত ১১ এপ্রিল তিনি আরএমপিতে যোগ দেন। এরপর বৃহস্পতিবারই প্রথম পুলিশ কমিশনার রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।