Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সকল সম্প্রদায়ের কল্যাণে সরকার কাজ করছে

সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, সকল ধর্মীয় স¤প্রদায়ের উন্নয়নে সা¤প্রদায়িক স¤প্রীতি বৃদ্ধির লক্ষ্যে সরকার নানামুখী কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সকল ধর্মীয় স¤প্রদায়ের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে অন্যান্য স¤প্রদায়ের ন্যায় খ্রিস্টান স¤প্রদায়ের কল্যাণে সরকার বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। ধর্ম প্রতিমন্ত্রী গতকাল বুধবার সকালে তাঁর মন্ত্রণালয়ের অফিস কক্ষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ১৯তম বোর্ড সভায় সভাপতিত্বের বক্তব্যে এসব কথা বলেন।
সভায় সচিব মো. আনিছুর রহমান, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান জুয়েল আরেং এমপি, ট্রাস্টি ড. বেনেডিক্ট আলো ডি রোজারিও, হিউবার্ট গমেজ, জেমস সুব্রত হাজরা, উইলিয়াম প্রলয় সমদ্দার, ট্রাস্টি ও সচিব নির্মল রোজারিও উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ