Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অসংক্রামক ব্যাধি প্রতিরোধে চাই সচেতনতা

গোলটেবিল আলোচনা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৯, ১২:৩১ এএম

দেশে অসংক্রামক রোগের কারণে মৃত্যুর হার বাড়ছে। তামাক, অ্যালকোহল, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, বায়ুদূষণ এবং কায়িক শ্রমের অভাবে এ রোগের ঝুঁকি বেশি। অসংক্রামক রোগে বছরে প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। এছাড়া স্বাস্থ্যখাতে ব্যয় করতে গিয়ে প্রতিবছর ৬৮ লাখ লোক দরিদ্র হচ্ছে। সচেতনতার মাধ্যমে অসংক্রামক ব্যাধির প্রতিরোধ সম্ভব।
গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ‘এনসিডি চ্যালেঞ্জ, হেলথ ইন অল পলিসি হোল সোসাইটি অ্যাপ্রোচ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসি প্রোগ্রাম এবং দৈনিক ভোরের কাগজ যৌথভাবে এ প্রোগ্রাম আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। সাংবাদিক শ্যামল দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. ফয়েজ, এনসিডিসি প্রোগ্রামের লাইন ডিরেক্টর ডা. নুর মোহাম্মদ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আফজালুর রহমান, জাতীয় কিডনী ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নুরুল হুদা লেলিন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ, আইসিডিডিআর,বি’র সিনিয়র সাইন্টিস্ট ডা. শামস এল আরেফিন, ডা. আলিয়া নাহিদ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এপিডেমিওলজি বিভাগের অধ্যাপক ডা. শামীম রেজা প্রমুখ।
বক্তারা বায়ু দূষণ বন্ধ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিশুদ্ধ অক্সিজেন গ্রহনের জন্য অধিক পরিমাণে গাছ লাগানো, খোলা খেলার মাঠ তৈরি, ফাস্টফুড ও একইজাতীয় খাবার পরিহার এবং ফল ও সবজিসহ সব ধরণের খাবারে সংক্রামক বিভিন্ন বিষাক্ত উপাদান মেশানো বন্ধসহ সচেতনতার ওপর জোড় দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ