Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী

ইসলামী হুকুমত না থাকায় খুনীদের বিচার হচ্ছে না

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৯, ১২:৩১ এএম

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, ইসলামী হুকুমত না থাকায় খুনীদের বিচার হচ্ছে না ।
অতীতের অনেক ভয়াবহ হত্যার বিচার না হওয়ায় নুসরাত হত্যার মত মর্মান্তিক ঘটনার পুনঃরাবৃত্তি হয়েছে। খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে সকল অপরাধীর দৃষ্টান্তমূলক বিচার হলে সমাজ থেকে অপরাধ দূর হবে শান্তি ও শৃংখলা প্রতিষ্ঠিত হবে। তাই খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনকে ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে। গতকাল বুধবার, বিকেলে বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার নিয়মিত বৈঠকে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন। মারকাজুল খেলাফত জামিয়া নূরিয়ায় অনুষ্ঠিত সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর শায়খুল হাদিস মাওলানা শেখ অজিমুদ্দীন, মাওলানা মুজীবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব হাজি জালাল উদ্দিন বকুল প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ