Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাইল্ড রাইটস অ্যাওয়ারনেস কনসার্ট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

শিশুশ্রম রোধ, শিশু অধিকার সুরক্ষা ও অন্ধত্ব নিবারণের লক্ষ্যে চাইল্ড রাইটস অ্যাওয়ারনেস আগামীকাল এক কনসার্ট-এর আয়োজন করেছে। রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন (কেআইবি) অডিটোরিয়ামে বিকেলে এই চাইল্ড রাইটস অ্যাওয়ারনেস কনসার্ট অনুুুুষ্ঠিত হবে। কনসার্টে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। কনসার্টটি আয়োজন করছে ডিসট্রেডস চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) ও রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি)। কনসার্টটি বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। এ নিয়ে এক সংবাদ সম্মেলন অনুুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিশিষ্ট সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিন, হাসান আবিদুর রেজা জুয়েল, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, ডিসিআই এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. এহসান হক প্রমূখ। সাবিনা ইয়াসমিন বাংলাদেশের শিশুদের উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি নিজে শিশুদের সুরক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করে বলেন, যতদিন বেঁচে থাকবেন ততদিন তিনি অসহায় শিশুদের পাশে থাকব। একজন সামর্থ্যবান ব্যক্তি অন্ততপক্ষে একটি শিশুর লেখাপড়া, শিক্ষাদীক্ষায় পাশে দাঁড়ালে লক্ষ-কোটি শিশুর ভবিষ্যত উজ্জ্বল হবে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আমরা যতই দেশের উন্নয়ন, প্রবৃদ্ধি, মাথাপিছু আয় বাড়ার কথা বলিনা কেন, যদি শিশুদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে না পারি তাহলে কোন উন্নয়নই সেভাবে কাজে লাগবে না। আমাদের শিশুশ্রম বন্ধ করাসহ শিশু নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রত্যেকটি শিশুর আহার, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য নিশ্চিত করতে হবে। খেয়াল রাখতে হবে, যাতে কোন শিশু রাস্তার পাশে না খেয়ে অবহেলা অনাদরে মারা না যায়। শিশুদের সুরক্ষায় রাষ্ট্র-সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে একসাথে কাজ করতে হবে বলে উল্লেখ করেন কিরণ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ