Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী পরিষদের দাবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

অবসর ও কল্যাণ তহবিলে অতিরিক্ত ৪ শতাংশ কর্তনের প্রতিবাদ ও আদেশ বাতিলের দাবি বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী জাতীয় পরিষদের।
সভাপতি মো. রফিকুল ইসলাম মন্টু এবং মহাসচিব মোহাম্মদ মোস্তফা ভূঁইয়া ও অন্যান্য নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে গত সোমবার শিক্ষামন্ত্রণালয় কর্তৃক জারিকৃত আদেশে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে জন্য বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে প্রচলিত ৬ শতাংশের অতিরিক্ত আরো ৪ শতাংশ কর্তনের সিদ্ধান্তের প্রতিবাদ ও আদেশ বাতিলের দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, যেখানে শুধু এমপিওর সামান্য টাকায় শিক্ষক-কর্মচারী তাদের স্বাভাবিক জীবনযাপন করতে অসমর্থ সেখানে অবসর প্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সুবিধা প্রদানের জন্য কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন অতিরিক্ত ৪ শতাংশ কর্তন শিক্ষক-কর্মচারী সমাজ মেনে নিবেনা।
বিবৃতিতে স্বাক্ষর করেন মিজানুর রহমান মন্ডল, আব্দুল বাছেদ, এ.বি.সিদ্দিক জুয়েল, গোলাম মোস্তফা, শাহআলম, সোহেল আমান, মো. মনোয়ার হোসেন, আজমল শেখ খালিদ হোসেন, বুলবুর, মো. জসিম উদ্দিন, আসলাম শেখ, আবুল ফজল, আব্দুর রহমান প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ