Inqilab Logo

বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাজশাহীতে উচ্ছেদ অভিযান অব্যাহত আটক ১০

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

নগরীতে অবৈধ স্থাপনা ও দখলদারদের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মত উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। এসময় কয়েকজনকে জরিমানাসহ ম্যাজিস্ট্রেটের কাজে বাধা দেয়ার অভিযোগে ১০ জনকে আটক করা হয়।গতকাল সকাল ১১টা থেকে রাসিকের নির্বাহী ম্যজিস্ট্রেট সমর কুমার পালের নেতৃত্বে শুরু হওয়া অভিযানটি নগরীর স্বচ্ছ টাওয়ার থেকে টিকাপাড়া দিয়ে ভদ্রা মোড়ে গিয়ে শেষ হয়।
স্থানীয় পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে দ্বিতীয় দিনের এ অভিযানে নগরীর সাগরপাড়া, টিকাপাড়ার ফুটপাত ঘিরে অবৈধভাবে গড়ে তোলা শতাধিক স্থাপনা ভেঙে ফেলা হয়।
এসময় ফুটপাত দখল করে নির্মানাধীন সামগ্রী রাখার অভিযোগে সংশ্লিষ্ট বাড়ির মালিকদের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়। দুপুর দেড়টা পর্যন্ত ২০ হাজার টাকা অর্থ আদায় করা হয়েছে বলে জানা গেছে।
এছাড়া ম্যাজিস্ট্রেটের কাজে বাধা দেয়ার অভিযোগে প্রায় ১০ জনকে আটক করা হয়। উচ্ছেদ অভিযানে সিটি করপোরেশনের নিজস্ব জনবল ও বুলডোজারকে কাজে লাগানো হয়।
এর আগে গতকাল সোমবারের অভিযানে নগরীর মাস্টারপাড়া সবজিপাড়া ও পাঠানপাড়ার প্রায় দুই শতাধিক অভিক অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। আজ বুধবার নগরীর ঝাউতলা মোড় থেকে ল²িপুর মোড় হয়ে ঘোষপাড়া মোড় পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
এদিকে ১৫ তারিখ (সোমবার) থেকে ১০দিন ব্যাপি উচ্ছেদ অভিযান শুরুর আগে মাসব্যাপি নগরীতে মাইকিং ও প্রচারণার মাধ্যমে দখলদারদের নিজ উদ্যোগে মালামালসহ সরে যাবার জন্য নির্দেশ প্রদান করা হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ