Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সুবর্ণচরে মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশ বহিষ্কার ৪

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম


সুবর্ণচর উপজেলায় আলিম পরীক্ষা চলাকালে কেন্দের মোবাইল নিয়ে প্রবেশ করায় ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে চরজুবিলী রাব্বানিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) শরীফ উল্যাহ। বহিষ্কৃতরা হলো, চরজুবিলী রাব্বানিয়া ফাজিল মাদরাসা পরীক্ষার্থী ওসমান গনি, নুরুল হুদা সোহাগ, সিরাজ উদ্দিন ও চরবাটা ইসমাইলিয়া আলিম মাদরাসার পরীক্ষার্থী মেহেদী হাসান।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ জানান, ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা ছিলো। পরীক্ষা কেন্দের মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ রয়েছে। তারপরও ওই ৪ পরীক্ষার্থী মোবাইল নিয়ে কেন্দের প্রবেশ করায় তাদের বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও জানান, পরীক্ষা কেন্দের নকলমুক্ত পরিবেশের লক্ষ্যে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সবসময় তৎপর রয়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ