বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সমাজ থেকে মাদক নির্মূলের দায়িত্ব গ্রহণের জন্য তরুণদের প্রতি আহবান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, তরুণ সমাজ দেশ গড়ার কারিগর। তরুণদের মাধ্যমেই দেশের ইতিবাচক পরিবর্তন সম্ভব। মাদকের আগ্রাসনের বিরুদ্ধে তারাই রুখে দাঁড়াতে পারে।
সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকা রংপুরের পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত¡রে উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এতে স্পিকার পীরগঞ্জ পৌরসভা ও উপজেলার ১৫টি ইউনিয়নে একযোগে ‘এসো আমরা মাদককে না বলি’ শীর্ষক মাদকবিরোধী অভিযানের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার টি এম এ মমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন পীরগঞ্জের পৌর মেয়র আবু সালেহ মো. তাজিমুল ইসলাম শামীম, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন প্রমূখ।
স্পিকার মাদকবিরোধী হিসেবে নিজেদের প্রতিজ্ঞাবদ্ধ করতে শিক্ষার্থীদের অনুরোধ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সকল দিক থেকে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের কাংখিত লক্ষ্য পৌঁছাতে তরুণদের মাদক থেকে বিরত থাকতে হবে। তাই প্রধানমন্ত্রী সারাদেশে মাদকবিরোধী অভিযান পরিচালনার নির্দেশনা দিয়েছেন। তিনি তরুণদের মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করা হবে বলে উল্লেখ করেন।
স্পিকার বলেন, মাদকবিরোধী অভিযান একটি ভিন্নধর্মী অনুষ্ঠান। মাদক শারীরিক ও মানসিক দু’ভাবেই ক্ষতি করে থাকে। মাদকবিরোধী প্রচারণা সকলের মাঝে ছড়িয়ে দিতে নিয়মিত আলোচনাসভা, বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করার জন্য শিক্ষক- শক্ষার্থীদের প্রতি আহŸান জানান তিনি।
এ সময় পীরগঞ্জ পৌরসভাসহ ১৫টি ইউনিয়নে একযোগে ২০০ জন করে মোট ৩ হাজার ২০০ জন শিক্ষার্থী মাদকবিরোধী মানববন্ধনে অংশগ্রহণ করেন। পরে স্পিকার সেখানে বইপড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।