Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোটরসাইকেলের ধাক্কায় বাবা নিহত

সেনাবাহিনীতে ইন্টারভিউ দেয়া হলো না ছেলের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম


সেনাবাহিনী মাঠ পর্যায়ের ইন্টারভিউ দিতে বাবাকে নিয়ে ঢাকায় আসে ইমন চন্দ্র দাস। গতকাল মঙ্গলবার কাকা পিন্টু ও বাবা দেবরাজ চন্দ্র দাসকে (৪৫) নিয়ে আর্মি স্টেডিয়ামে ইন্টারভিউ দিতে যাচ্ছিলেন ইমন। কিন্তু স্টেডিয়ামে আর যাওয়া হয়নি ইমনের। ইন্টারভিউও দিতে পারেনি হতভাগা এই সন্তান। উল্টো মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবার লাশ কাধেঁ নিয়ে ফিরতে হলো গ্রামের বাড়িতে। গতকাল সকাল পৌনে ৬টার দিকে বাড্ডা নতুন বাজার এলাকার পূবালী ব্যাংকের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এদিকে, পৃথক দুটনায় মহাখালীর আমতলিতে ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (৫০) নিহত হয়েছেন।
ইমন জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার শিয়ালদিরপার গ্রামে। এলাকাতেই মাছ ধরে বিক্রি করতেন তার বাবা দেবরাজ। সেনাবাহিনীর মাঠ পর্যায়ের ইন্টারভিউ দিতে গত সোমবার বাবাকে নিয়ে ঢাকায় আসেন তিনি। বাড্ডা নতুনবাজার এলাকার কাকা পিন্টু দাসের বাসায় ওঠেন।
গতকাল মঙ্গলবার বাবা-কাকাকে সাথে নিয়ে আর্মি স্টেডিয়ামে ইন্টারভিউ দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পথিমধ্যে নতুনবাজার পূবালী ব্যাংকের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রæতগামী একটি মোটরসাইকেল তাঁর বাবাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পরে গুরুতর আহত হন। পরে তাকে (দেবরাজ) দ্রæত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল (ঢামেক) কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে বিকেলে স্বজনরা লাশ নিয়ে গেছেন।
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত
এদিকে গতকাল বেলা সাড়ে ১২টার দিকে মহাখালীর আমতলিতে ট্রেনে কাঁটা পরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। ঢাকা রেলওয়ে থানার সূত্র জানায়, বিমানবন্দরের দিক থেকে আসা কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাঁটা পরে ঘটনাস্থলেই নিহত হন ওই ব্যক্তি। মৃতের পরনে কালো রঙয়ের ফুল প্যান্ট ও গেঞ্জী পরিহিত ছিল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ