Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাউদকান্দিতে কওমি’র বৃত্তির ফল প্রকাশ

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

গতকাল মঙ্গলবার সকাল ১০টায় দাউদাকান্দি উপজেলার স্বল্প পেন্নাই দাওরায়ে হাদিস মাদরাসা প্রাঙ্গণে দাউদকান্দি মেঘনা তিতাস উপজেলা নিয়ে কুমিল্লা কওমি মাদরাসা সংগঠনের (আঞ্চলিক শিক্ষা বোর্ড) ২০১৯ সালের নবম বৃত্তি পরীক্ষার ফল অত্র বোর্ডের নিয়ন্ত্রন কমিটির প্রধান মাওলানা আব্দুল হাই আব্বাসি বোর্ডের সভাপতি মাওলানা আনোয়ার উল্লাহ ও সেক্রেটারি মাওলানা আহসান উল্লার কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মুফতি সোলাইমান, মাওলানা জাকির হোসেন, মুফতি মুজিবুর রহমান, মুফতি আমজাদ শাহ জোনাইদ, মাওলানা নজরুল ইসলাম।
উল্লেখ্য ৩টি উপজেলায় ৭২টি মাদরাসায় ১৩৬৮ জন ছাত্র/ছাত্রী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ৩টি বিভাগে ৪২৫ জন ছাত্র-ছাত্রী বৃত্তি লাভ করে। জামাত মিজানে ট্যালেন্টপুলে ৩৬ জন, হেফজে কোরআন বিভাগে ২৫০ জন ও নূরানী বিভাগে ১৩৪ জন ছাত্র-ছাত্রী বৃত্তি লাভ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ