রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গফরগাঁও উপজেলার রাওনা বালিকা দাখিল মাদরাসার সপ্তম শ্রেনীর জনৈকা ছাত্রী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। গত সোমবার বিকালে এ ঘটনায় অভিযুক্ত দবির উদ্দিন (৫২) নামে ব্যক্তিকে আটক করেছে গফরগাঁও থানা পুলিশ। মাদরাসাছাত্রী জানান, মাদরাসায় যাতায়তের পথে প্রায়ই উত্যক্ত করতো একই গ্রামের দবির উদ্দিন। গত সপ্তাহে মাদরাসায় যাওয়ার পথে ওই ছাত্রীকে ছুরি দেখিয়ে জিম্মি করে গফরগাঁও-শিবগঞ্জ সড়কের ধোপাঘাট গ্রামের নির্জন এলাকায় একটি বন্ধ মার্কেটের এক কক্ষে নিয়ে গলা কেটে খুন করার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে দবির উদ্দিন। গত সোমবার সকালে দবির উদ্দিন ওই মাদরাসার ছাত্রীকে ছুরি দিয়ে ভয় দেখিয়ে বন্ধ মার্কেটের কক্ষে ঢুকিয়ে পূনরায় ধর্ষণের চেষ্টাকালে মাদরাসা ছাত্রীর চিৎকারে পথচারীরা এগিয়ে আসে। এ সময় ধর্ষক দবির উদ্দিন দৌড়ে পালিয়ে যায়। পথচারীরা ছাত্রীকে উদ্ধার করে মাদরাসায় নিয়ে যায়। ঘটনা শোনা মাত্র মাদরাসায় উপস্থিত অন্যান্য ছাত্রীরা ধর্ষকের বিচার ও শাস্তির দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল বের করে। গফরগাঁও থানা পুলিশ বিকাল সাড়ে তিনটার দিকে অভিযুক্ত দবির উদ্দিনকে ধোপাঘাট গ্রামের নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে। মাদরাসার সুপার মো. আখতারুজ্জামান, এ ঘটনায় ধর্ষক দবির উদ্দিনের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়েছে। তদন্ত চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।