Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গৃহবধূ বৃষ্টি হত্যাকান্ডে স্বামী ও শ্বশুর গ্রেফতার

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

শহরের টানবাজারে এক গৃহবধূ বৃষ্টি চৌধুরীর মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল। নিহতের স্বামীর পরিবার এই মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করলেও তার বাবার বাড়ির অভিযোগ এটি হত্যাকান্ড। এ ঘটনায় নিহতের ভাই মিঠুন চৌধুরী বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় নিহতের স্বামী সুদীপ রায় ও শ্বশুর সুভাষ চন্দ্র রায়, শাশুড়ি চিত্রা রানী রায় এবং ননদ ডেইজী সাহাকে আসামী করা হয়েছে। এর মধ্যে পুলিশ সুদীপ রায় ও সুভাষ চন্দ্র রায়কে গ্রেফতার করেছে।
নিহত বৃষ্টি চৌধুরী কুমিল্লার মুরাদনগর এলাকার শ্যামল চৌধুরীর মেয়ে। ২ বছর পূর্বে টানবাজার সাহাপাড়া এলাকার সুভাষ চন্দ্র রায়ের ছেলে ডাচ-বাংলা ব্যাংক কর্মকর্তা সুদীপ রায়ের সঙ্গে তার বিয়ে হয়।
নিহত বৃষ্টির স্বামী ও শ্বশুরকে গ্রেফতারের ব্যাপারে সদর মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মো. কামরুল ইসলাম জানান, নিহতের ভাই শুক্রবার রাতে চারজনকে আসামী করে মামলা করেছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে শহরের টানবাজার সাহা পাড়া এলাকার গিয়াসউদ্দিনের ৭ম তলার একটি ফ্ল্যাট থেকে বৃষ্টি চৌধুরীকে সংজ্ঞাহীন অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল নিয়ে আসে শ্বশুরবাড়ির লোকজন। এসময় জরুরী বিভাগের চিকিৎসক নুরুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডা. নুরুজ্জামান জানান, মৃতের শরীরে আঘাতের চিহ্নসহ গলায় দাগ পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর মূল কারণ বলা যাবে।
এদিকে নিহত বৃষ্টি চৌধুরীর পরিবার দাবি করেছেন, যৌতুক না দেয়ায় শ্বশুরবাড়ির লোকজন তাকে শ্বাসরোধে হত্যা করেছে। তবে, বৃষ্টির স্বামীসহ অন্যান্যদের দাবি, পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করেছে।
নিহতের বড় ভাই মিঠুন চৌধুরী বৃষ্টিকে বিয়ে দেওয়ার সময় ১৫ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার যৌতুক হিসেবে দেওয়া হয়েছিলো। কিন্তু বিয়ের পরে আরও যৌতুকের জন্য বৃষ্টিকে প্রায় মারধর করতো তার স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন। এসব নিয়ে কয়েকবার বিচার সালিশ হয়েছিল। শুক্রবার স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদ মিলে নির্যাতন করে বৃষ্টিকে হত্যা করে।
তবে, বৃষ্টির স্বামী সুদীপ রায় তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, পারিবারিক ঝগড়ার জের ধরে শুক্রবার দুপুরে ঘরের দরজা বন্ধ করে রাখে বৃষ্টি। বিকেলে ডাকাডাকির পরেও দরজা না খোলায় তালা ভেঙে ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বৃষ্টিকে পাওয়া যায়। পরে তাকে দ্রত হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ