Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অছাত্ররা যেন হলে থাকতে না পারে

ডাকসু নেতাদের প্রতি তোফায়েল আহমেদ এর আহ্বান

বিশ্ববিদ্যালয় রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

ডাকসুর সাবেক ভিপি এবং আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে যেন অছাত্ররা থাকতে না পারে সে বিষয়ে দৃষ্টি রাখতে ডাকসু নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনে ডাকসু ও বিভিন্ন হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ‘ডাকসু ও হল সংসদ: অভিজ্ঞতা শুনি সমৃদ্ধ হই’ শীর্ষক অনুষ্ঠান তিনি এ আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সংখ্যাতিরিক্ত প্রফেসর ড. খন্দকার বজলুল হক এবং ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ডা. মুশতাক হোসেন।
তোফায়েল আহমেদ বলেন, আপনারা ছাত্র প্রতনিধি তাই ছাত্রদের ভালো মন্দ দেখার দায়িত্ব আপনাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের অনেক ভালবাসেন। ডাকসুর নির্বাচিত প্রতনিধিরা তার সাথে দেখা করতে গেলে তিনি অনেক স্নেহ,ভালবাসা দিয়েছেন। তিনি ছাড়া এদেশে বঙ্গবন্ধু হত্যা ও মানবতাবিরোধী হত্যাকান্ডের বিচার কেউ করতে পারতেন না। আপনারা অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করবেন। প্রোগ্রামে কথা কাটাকাটি হবে কিন্তু প্রোগ্রাম শেষ হবার আগেই আবার হাতে হাত মিলিয়ে হলে ফিরবেন। আমি ডাকসু নেতাদের প্রতি আহ্বান জানাই অছাত্ররা যাতে হলে না থাকতে পারে। ডাকসু নির্বাচনের আয়োজন করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সামান্য ত্রুটি বিচ্যুতি হলেও প্রশাসন একটা নির্বাচন করেছেন। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. সামাদ, ডাকসুর চীফ রিটার্নিং কর্মকর্তা প্রফেসর মাহফুজুর রহমান, প্রক্টর ড. এ কে এম গোলাম রব্বানী, কোষাধ্যক্ষ প্রফেসর কামাল উদ্দিন, ডাকসুর কোষাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. শিবলি-রুবায়েত উল ইসলাম, বিভিন্ন হলের প্রভোস্ট , ডাকসুর নব নির্বাচিত ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রব্বানী, এজিএস সাদ্দাম হোসেনসহ ডাকসু ও হল সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ