Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাইয়ে চিংমং ও নারানগিরি সংগ্রাই পানি উৎসব উদযাপন

কাপ্তাই (রাঙ্গামাটি) থেকে কবির হোসেন : | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

নতুন বছরকে বরণ-পুরাতন বছরকে বিদায় দিয়ে পাহাড়ে প্রতিটি পাড়া-মহল্লায় সাংগ্রাই, বিজু, বিষু উৎসবে মাতোয়ারা উপজাতীয় সম্প্রদায়ের লোকজন। এ আনন্দ উৎসব সকলের মধ্যে ভালবাসার সম্প্রীতি সৃষ্টি করে।
এবার কাপ্তাই চিংমং ও নারানগিরি সরকারি উচচ বিদ্যালয় মাসাসের আয়োজনে পৃথক, পৃথক পাহাড়ি সম্প্রদায়ের সংগ্রাই (পানি উৎসব) অনুষ্ঠিত হয়। চিংমং পানি উৎসব কমিটির আহবায়ক ওয়েশ্লিমং চৌধুরী ও নারানগিরি অংসুইছাইন চৌধুরীর আহবায়ক ও সভাপতি মাসস এর আয়োজনে সোমবার সকাল ১০টা হতে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, ৩০৫ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রিয়াদ মেহমুদ, বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল আব্দুল খালেক, ৪১বিজিবি অধিনায়ক লে. কর্ণেল শহিদুল ইসলাম, রাঙ্গামাটি জেলা আ.লীগ সাধারণ সম্পাদক হাজী মুছা মাতবর, জেলা পরিষদ সদস্য অংসুপ্রু চৌধুরী, থোয়াইচিং মং মারমা, কাপ্তাই পুলিশ সার্কেল জুনায়েত কাউছাল, নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.মফিজুল হক, নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেলসহ বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ