Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নো ফাদার্স ইন কাশ্মীর

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

দুই কিশোরবয়সী নুর (জারা ওয়েব) এবং মজিদের (শিবম রায়না) চোখ দিয়ে কাশ্মীরের এক নিষ্ঠুর সত্য তোলার প্রয়াস পাওয়া হয়েছে এই গল্পে। নুর জানে তার আর মজিদের বাবাকে ভারতীয় সেনাবাহিনী অনেক বছর আগে তুলে নিয়ে গেছে। তখন সে বিষয়টা বুঝত না। তবে এই তুলে নেয়ার বাস্তবতা এখন সে জানে। সে এই বিষয়ে আরও জানতে চায়। তার এই অনুসন্ধান অনেকের আসল রূপ খুলে দেয়। এর মধ্যে আছে তার চোখে বীর স্থানীয় নেতা আরশিদ (আশ্বিন কুমার)। আশ্বিন যে আসলে এক দুমুখো সাপ তা জানে সে এখন। এমন দুঃখজনক পরিস্থিতিতে নুর আর মজিদ পরস্পরের মাঝে আশ্রয় খুঁজে পায়। তাদের পিতৃহীনতা থেকে তারা সমমনা হয়ে ওঠে একসময় বন্ধুত্ব হয় এবং শেষে তারা প্রেমে পড়ে।
বলিউড শীর্ষ পাঁচ
১ রোমিও আকবর ওয়াল্টার
২ জাংলি
৩ কেসরী
৪ বদলা
৫ নো ফাদার্স ইন কাশ্মীর



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ