রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
‘অস্ত্র ধরিনি কলম ধরেছি, লক্ষ করেছি ঠিক। নেশা ছেড়ে কলম ধরি মাদক মুক্ত দেশ গড়ি। চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’
এই শ্লোগানকে সামনে রেখে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা হিলিতে মাদক নিমুর্ল ও বাল্যবিয়ে প্রতিরোধে র্যালি ও পথ সভা করেছে।
হাকিমপুর থানা পুলিশের আয়োজনে গতকাল সোমবার বেলা ১১ টায় হাকিমপুর পৌর সভার স্কুল কলেজ ছাত্র-ছাত্রী ও পৌর মাদক নিমূল কমিটি র্যালি ও পথ সভা করেন।
হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ আনোয়ার হোসেনের সভাপতিত্বে হিলির চুড়িপট্রি মোড়ে পথসভায় বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, হিলি আজিজিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা শামসুল হুদা খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাফিজুর রহমান, স্থানীয় সুর্যমুখী ক্লাবের সভাপতি হজরত আলী, হিলি সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রী জারিন তাসনিম ও হিলি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র মুহিত হোসেনসহ অনেকে।
আলোচনা সভার আগে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা হিলির চারমাথা থেকে একটি র্যালি বের করে বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।