Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ’

সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৯, ৮:৩৩ পিএম

কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, ‘খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ।’ রবিবার (১৪ এপ্রিল) বিকাল ৪টা ৭মিনিট থেকে ৫টা পর্যন্ত খালেদা জিয়ার কেবিনে মির্জা ফখরুলের সঙ্গে আরও ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

খালেদা জিয়া এখনও খেতে পারছেন না দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘ম্যাডাম বেশ অসুস্থ, অত্যন্ত অসুস্থ। এখনও তিনি পা বেন্ড (বাঁকানো) করতে পারছেন না। তার বাম হাত আগের মতোই রয়ে গেছে। অর্থাৎ বাম হাতটা কাজ করতে পারছে না।’

প্যারোলে মুক্তি ও সংসদে বিএনপির নির্বাচিত সদস্যদের শপথ নেওয়ার বিষয়ে খালেদা জিয়ার সঙ্গে কোনও আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘এসব বিষয়ে কোনও আলোচনা করিনি। আমরা তার চিকিৎসার ব্যাপারে খোঁজ নিতে আসছিলাম। স্বাস্থ্যের বিষয়ে আলোচনা হয়েছে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা অনেকদিন ধরে চেষ্টা করছিলাম, তার সঙ্গে দেখা করার জন্য। আমাদের এর আগে অনুমতি দেওয়া হয়নি।’

খালেদা জিয়া যথেষ্ট অসুস্থ দাবি করে তিনি আরও বলেন, ‘আগের চেয়ে খুব বেশি ইম্প্রুভ করেছে বলে আমাদের কাছে মনে হয়নি। আমরা বার বার যেটা বলেছি, তার স্পেশালাইজড ট্রিটমেন্ট দরকার। কিন্তু সে ট্রিটমেন্ট এখনও শুরু হয়েছে বলে মনে হয়নি।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকেও বলছি, খালেদা জিয়াকে তার পছন্দ মতো হাসপাতাল ও চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করানো হোক। এটা জরুরি।’

খালেদা জিয়া দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বলেছেন। এর জন্য দেশবাসী যেন সচেতন হয় এবং কাজ করে।’

গত ১ এপ্রিল থেকে খালেদা জিয়াকে বিএসএমএমইউ’র কেবিন ব্লকের ৬ তলার ৬২১ নম্বর কক্ষে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানে চিকিৎসা নিতে আসার পর এটিই নেতাদের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ।



 

Show all comments
  • Abdur Rahman ১৫ এপ্রিল, ২০১৯, ১২:২১ এএম says : 1
    উনি মরে গেলে কার কি আসে যায়
    Total Reply(0) Reply
  • Upoma Akter Mithila ১৫ এপ্রিল, ২০১৯, ১২:২১ এএম says : 0
    খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বাইরে নেওয়া হোক...
    Total Reply(0) Reply
  • Shahin Khan ১৫ এপ্রিল, ২০১৯, ১২:২২ এএম says : 2
    জানাজা পড়ার অধীর আগ্রহে অপেক্ষায় আছি কিন্ত আফসোস আপনারা কোন বা* ফালাইতে পারলেন না....ভিতরেই পচে মরুক।
    Total Reply(0) Reply
  • Mahmud Rasel ১৫ এপ্রিল, ২০১৯, ১২:২২ এএম says : 0
    উনিতো উন্নত চিকিৎসা চান। সরকারতো বলছে উনাকে পেরোলে মুক্তি চাইতে। কিন্তু তিনি সেটা চাননা কারন পেরোলে মুক্তি নিলে রাজনীতি করা যাবেনা। তার মানে বুঝাই যাচ্ছে চিকিৎসার নামে রাজনীতি করছে।
    Total Reply(0) Reply
  • Razzak Onu ১৫ এপ্রিল, ২০১৯, ১২:২৩ এএম says : 0
    একটা সভ্য রাষ্ট্রের জন্য বিষয়টা খুবই লজ্জ্বার। কোন রাষ্ট্র প্রধানের সাথে এমনটা হওয়া ঠিক নয়, এমনকি শেখ হাসিনার সাথেও নয়!
    Total Reply(0) Reply
  • Ripon Biswas ১৫ এপ্রিল, ২০১৯, ১২:২৪ এএম says : 0
    তেব্র অান্দোলনের ঘোষনা দিয়ে ৫ তারকা হোটেলে শুয়ে টিভিতে খবর দেখুন আর দেশকে কতটা বাঁশ দিয়েছেন তা হিসাব করুন!!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ