টুইটার ডাউন: সমস্যায় কোটি ব্যবহারকারী
বিশ্বের অনেক দেশে ‘টুইটার ডাউন’। বৃহস্পতিবার সকালে টুইটার সাপোর্ট সেন্টার টুইট করে এই তথ্য জানিয়েছে।
চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেইকো হাজির হয়েছে লে সিভ্রাক নামের স্মার্ট বাইক নিয়ে। স্মার্টফোন আর মাউন্টেন বাইসাইকেলের সংমিশ্রণে তৈরি এই বাহনে ব্যবহার করা হয়েছে কোয়াড-কোর প্রসেসর এবং ৪ গিগাবাইট র্যাম। প্রযুক্তিবিষয়ক সংবাদের মার্কিন সাইট ভার্জ জানিয়েছে, এতে ব্যবহার করা হয়েছে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। সাধারণ বাইসাইকেলের মতো হ্যান্ডেলবার থাকলেও লে সিভ্রাক এর দুই হ্যান্ডেলের মাঝখানে রয়েছে ৪ ইঞ্চির একটি ডিসপ্লে। এ ছাড়াও রয়েছে লেজার পয়েন্টার, একটি হার্ট রেট সেন্সর, বিল্ট-ইন স্পিকার এবং ক্যামেরা। স্মার্ট বাইকটিতে নিজস্ব অ্যালার্ম ব্যবস্থা এবং স্মার্টফোনের অ্যাপ ব্যবহারের সুবিধা থাকছে। লে সিভ্রাকের বিল্ট-ইন লেজার সাইকেল-এর সামনে ও পেছনে একটি সীমারেখা চিহ্নিত করতে পারে। লেইকো›র দাবি এই সীমারেখা ব্যবহার করে সাইক্লিস্ট নিকটবর্তী গাড়িচালকদের সংকেত দিতে পারবে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখতে পারবে। স্মার্টফোন আর বাইসাইকেলের এরকম মিশ্রণের প্রয়োজনীয়তা আদৌ আছে কি না জানা নেই তবে বাজারে এ ধরনের প্রযুক্তির চাহিদা রয়েছে বলে ভাষ্য ভার্জের। সম্প্রতি সাইক্লিং-এর জন্য একটি স্মার্ট ক্যামেরা নিয়ে হাজির হয়েছে প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এসার। বাইসাইকেলটি ইতোমধ্যেই চীনা বাজারে বিক্রয়ের জন্য উন্মুক্ত হয়েছে। সাইকেল ফ্রেমের গঠনের উপর নির্ভর করে এর দাম হতে পারে ৮০০ থেকে শুরু করে ৬ হাজার মার্কিন ডলার পর্যন্ত। বিশ্ববাজারে অন্যান্য প্রতিষ্ঠানকে টেক্কা দিতে যেসব চীনা প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে তাদের মধ্যে লেইকো অন্যতম। ডিজিটাল ট্রেন্ড-এর প্রতিবেদনে জানা যায় এই বছরের পর থেকে যুক্তরাষ্ট্রে স্মার্টবাইক নিয়ে হাজির হওয়ার পরিকল্পনা রয়েছে লেইকোর।
স জাকির হোসেন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।