টুইটার ডাউন: সমস্যায় কোটি ব্যবহারকারী
বিশ্বের অনেক দেশে ‘টুইটার ডাউন’। বৃহস্পতিবার সকালে টুইটার সাপোর্ট সেন্টার টুইট করে এই তথ্য জানিয়েছে।
বর্তমানে স্মার্টফোনের বাজারে ভালো সময় পার করছে মোবাইল ডিভাইস নির্মাতা শাওমি। ২০১০ সালে যাত্রা শুরু করে এরই মধ্যে বৈশ্বিক স্মার্টফোন বাজারে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে এ প্রতিষ্ঠান। তবে শুধু মোবাইল ডিভাইস নয়; পাশাপাশি একে একে প্রযুক্তি বাজারের প্রায় সব খাতেই ব্যবসা সম্প্রসারণ করতে চাইছে প্রতিষ্ঠানটি। আর তাই স্মার্টফোন, স্মার্টটিভি, ল্যাপটপ, নোটবুক ও স্মার্টওয়াচের পর এবার ড্রোন আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ২৫ মে চীনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে শাওমি। এ অনুষ্ঠানে প্রথম ড্রোন উন্মোচন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ড্রোনের মাধ্যমে মূলত আনম্যানড এরিয়াল ভেহিকল (ইউএভি) বা চালকহীন আকাশযান বাজারে নাম লেখাবে এই চীনা প্রতিষ্ঠান। সম্প্রতি এক টিজার ভিডিও প্রকাশ করেছে শাওমি। ওই ভিডিওতেই ড্রোন উন্মোচনের আভাস রয়েছে বলে প্রযুক্তিবিশ্বে গুঞ্জন। ওই টিজার ভিডিওটির বরাত দিতে বলা হচ্ছে, শাওমির ড্রোন দিয়ে ফোরকে রেজ্যুলেশনের ভিডিও ধারণ করা সম্ভব হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।