রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাল টাকাসহ রাসেল হাজরা (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোটালীপাড়া থানার এসআই শহিদুল ইসলাম ও এএসআই শহীদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সোনাটিয়া গ্রামের মোল্লাবাড়ি ব্রিজের উপর অভিযান চালিয়ে জাল টাকা লেনদেনের সময় তাকে গ্রেফতার করে। এ সময় অপর আসামি কাইয়ুম শাহ পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ১৬টি ৫শ টাকার জাল নোট উদ্ধার করা হয়। রাসেল হাজরা উপজেলার মদনপাড়া গ্রামের ওহাব হাজরার ছেলে ও পলাতক আসামি কাইয়ুম শাহ ছোট দক্ষিণপাড়া শাহাবাড়ী গ্রামের ছত্তার শাহ এর ছেলে। তাদের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় অবৈধ জাল টাকা কারবার করার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।
প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সুধির বৈদ্য ওরফে মরাই (৫০)এর বিরুদ্ধে এক প্রতিবন্ধী যুবতিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক ঘটনাটি এলাকায় আপোষ মিমাংসা না হওয়ায় অবশেষে যুবতির বাবা দিলিপ বিশ্বাস বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার দিন উপজেলায় শুয়াগ্রামের এক প্রতিবন্ধী যুবতি(১৯)কে টাকার লোভ দেখিয়ে ধর্ষনের চেষ্টা করে একই গ্রামের সুধির বৈদ্য ওরফে মরাই এ সময় ঘটনাটি যুবতির কাকি দেখে ফেললে ধর্ষণ চেষ্টাকারী পালিয়ে যায়। এর আগেও তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগে স্থানীয়ভাবে শালিস বৈঠক হয়েছে বলে জানা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।