Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালমনিরহাটে শহীদ পরিবারের অধিকার আদায়ে আলোচনা সভা

লালমনিরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৯, ১২:০৮ এএম

১৯৭১-এ স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে পাক সেনাদের হাতে নিহত রেলওয়ে শহীদ পরিবারের পোষ্যদের অধিকার প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক এক আলোচনা সভা গত শুক্রবার লালমনিরহাট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেলওয়ে শহীদ পরিবার পোষ্য ইউনিটের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ রেল পোষ্য সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির। শহীদ পরিবার পোষ্য ইউনিটের কেন্দ্রীয় কমিটির আহবায়ক জেলাল শফি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা গেরিলা লিডার এস এম শফিকুল ইসলাম, শহীদ পরিবারের সদস্য সুলতান আহমেদ বাবলু, মফিজুল ইসলাম জিএস বাবু প্রমুখ। এসময় শহীদ পরিবারের সদস্যরা তাদের পরিবারের সদস্যদের নির্মম হত্যাকান্ডের বর্ণনা তুলে ধরেন।এবং আবেগ আপ্লুত হয়ে পড়েন। আলোচনা সভায় বক্তারা অবিলম্বে লালমনিরহাট জেলাসহ সারাদেশে রেলওয়েতে কর্মরত অবস্থায় পাকিস্তানিদের হাতে নিহত সকল শহীদদের তালিকা তৈরির আহবান জানান। শহীদ পরিবারের পোষ্যদের মর্যাদা দানসহ সরকারি সুযোগ সুবিধার দাবি করেন। শেষে সুলতান আহমেদ বাবুলকে আহবায়ক ও শামীম হোসেনকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ রেলওয়ে শহীদ পরিবার পোষ্য ইউনিটের লালমনিরহাট জেলা কমিটি গঠন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ