Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৪

মঠবাড়িয়ায় জমিসংক্রান্ত বিরোধ

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৯, ১২:০৮ এএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় উত্তর কুমিরমারা গ্রামে গতকাল শনিবার সকাল জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় রুবেল (৩৫), তার স্ত্রী আমেনা বেগম (২৩), ছোট ভাই জুয়েল (২৫) ও মা রানী
বেগম (৬০) গুরুতর জখম হয়েছে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। আহত জুয়েল ও তার মা রানী বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আমেনা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহত আমেনা বেগম জানান, গতকাল শনিবার সকালে আমার স্বামী রুবেল ও দেবর জুয়েল বাড়ির সামনে জমিতে কাজ করছিল। এ সময় প্রতিপক্ষ প্রতিবেশী পনু খাঁর ছেলে জসিম, জলিল ও লিটনসহ ৮/১০ জনের একদল সন্ত্রাসী রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে রুবেল ও জুয়েলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষরা আমাকে ও শ্বাশুড়িকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ্ জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ