Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রিন্সিপাল হত্যার দুই আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৯, ১২:০৮ এএম

মাগুরার মহম্মদপুরে আলোচিত মাওলানা অধ্যক্ষ আব্দুর রউফ হত্যা মামলার ২ জন আসামিকে ঝিনাইদহ থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার দিনগত গভীর রাতে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত লিটন সরকার, এসআই মিলন, এএসআই মো. মিজানুর রহমান ও এএসআই উকিলের নেতৃত্বে সর্ঙ্গীয় ফোর্স পাশবর্তী থানা ঝিনাইদহের পায়ড়াচত্বর এলাকা থেকে আজাদ ও মিটুলকে আটক করতে সক্ষম হন।
এ ব্যাপারে ওসি তদন্ত ঘটনার সত্যত্যা স্বীকার করে বলেন, অন্যান্য এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারের সকল প্রচেষ্টা অব্যাহত আছে। হত্যাকান্ডের পর থেকে আসামিদের গ্রেফতারের দাবিতে মহম্মাদপুরে শিক্ষক ছাত্র ওলামা-মাশায়েকবৃন্দ মানববন্ধনসহ বিভিন্ন কর্মসুচি পালন করে আসছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ