বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর মিরপুরে পুলিশ অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) ব্যারাক থেকে রাকিবুল হাসান (২২) নামে এক কনস্টেবলের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে ব্যারাকের নিজ বিছানা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কাফরুল থানার এসআই কুদ্দুস ব্যাপারি জানান, গতকাল সকালেও তার ডিউটি ছিলো। কিন্তু নির্ধারিত সময়ে ডিউটিতে না যাওয়ায় তার খোঁজ করা হয়। এরপর অন্য সহকর্মীরা রাকিবের রুমে গিয়ে তাকে বিছানায় ঘুমন্ত অবস্থায় দেখতে পান। তখন ধাক্কা দিলেও কোনো সাড়াশব্দ না পাওয়ায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।
সুরতহাল প্রতিবেদনের বরাত দিয়ে এসআই কুদ্দুস বলেন, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ঘুমন্ত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাকিব মারা গেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।