Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি বন্ধ না হলে জাতিকে আরো খেসারত দিতে হবে

হাসান সরকার | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৯, ১২:০৮ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুর মহানগর বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি বন্ধ না হলে এই জাতিকে আরো চরম খেসারত দিতে হবে। শিক্ষক নিয়োগে মেধাবীদের অগ্রাধিকার না দিয়ে ঘুষ ও দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ দেওয়ায় শিক্ষাঙ্গনে খুন, ধর্ষণ, রাহাজানি, দুর্নীতি ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। আজ শিক্ষাঙ্গনের এই অরাজকতার বলি হচ্ছে নুসরাতের মতো মেধাবী শিক্ষার্থীরা।
গতকাল শুক্রবার টঙ্গীর বড় দেওড়ায় আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনের গোলাপ মঞ্চে এক দোয়া মাহফিলের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টঙ্গীর বিশিষ্ট ব্যবসায়ী মরহুম হাজী মনির হোসেনের রূহের মাগফিরাত কামনায় পূর্ব নির্ধারিত এ দোয়ার মাহফিলে ফেনীর নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির জন্যও দোয়া করা হয়। দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির সহ-সভাপতি অধ্যাপক সিরাজ উদ্দিন, সিনিয়র যুগ্ন সম্পাদক মাহবুবুল আলম শুক্কুর, যুগ্ন সম্পাদক রাশেদুল ইসলাম কিরণ, প্রচার সম্পাদক সাবেক কাউন্সিলর মাহবুবুর রশিদ শিপু, দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, মাওলানা আব্দুস সামাদ, সাবেক কাউন্সিলর মো. সেলিম হোসেন, নাসির উদ্দিন নাসু, প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ