Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নুসরাতের খুনিদের গ্রেফতারের

দাবিতে ঢাবিতে সমাবেশ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার : | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

ফেনীর সোনাগাজী সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফীকে যৌন নিপীড়ন ও অগ্নিসংযোগে নৃসংশ হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। এতে আন্দোলনকারীরা অবিলম্বে এ ঘটনায় জড়িত সিরাজুদ্দৌলাসহ অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়েছেন। তারা দাবি আদায়ে কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দিয়েছেন।
শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করে কয়েকশ শিক্ষার্থী। এরপর তারা ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বিক্ষোভ মিছিল করে। এসময় উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি নুরুল হক নূর, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক হাসান আল মামুন, ডাকসুর স্বতন্ত্র প্যানেলের ভিপি প্রার্থী অরণী সেমন্তি প্রমূখ। এসময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘নুসরাত কবরে, খুনি কেন বাইরে,’ ‘আমার বোন মরল কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দেয়।
সমাবেশে বক্তারা বলেন, নুসরাতের খুনের সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। শুধু নুসরাত নয়, এমন ঘটনা যাতে অন্য কারো সাথেও না ঘটে। এসময় নুরুল হক বলেন, অতি দ্রুত নুসরাত হত্যা সুষ্ঠু বিচারের মাধ্যমে সুরাহা করতে হবে। যদি সেটা করতে রাষ্ট্র ব্যর্থ হয়, তাহলে আন্দোলনকারীদের সংখ্যা বড় হলে রক্ষা হবে না। সময় থাকতে অন্যায় অনিয়ম দূরীকরণে ব্যবস্থা নিন। তিনি বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু নির্যাতনের পর সারাদেশে বিচারের দাবি উঠলেও এখনো বিচার হয়নি। বর্তমানে সেরকম ঘটনা অহরহ ঘটেছে। ঘরে যেমন নিরাপদ নয়, তেমনি সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠানেও নিরাপদ নয় মানুষ।
সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক হাসান আল মামুন বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে ধর্ষন ও নিপীড়নের ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে। কেননা গত পাঁচ বছরে বাংলাদেশে ৩৫‘শ ধর্ষণ হয়েছে। কিন্তু এসব ঘটনার কোনো বিচার হয়নি। তিনি আরও বলেন, নুসরাত হত্যার বিচার না হলে এই ঘটনা আবার ঘটবে। দ্রুত বিচার ট্রাইবুনালে এনে এই হত্যার বিচার করা হোক। তিনি আমার কোনো মা-বোন যদি নির্যাতনের শিকার হয় তাহলে বাংলার ছাত্র সমাজ আর বসে থাকবে বলে হুশিয়ারি দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ