রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বরগুনার বেতাগী পৌরসভার ৫নং ওয়ার্ডের ৫২ পরিবার পানিবন্ধী অবস্থায়। ফলে ভুক্তভোগী পরিবারগুলা দুর্বিসহ জীবন-যাপন করছেন। সরেজমিনে তথ্যানুযায়ী, ওয়াপদা রোডের উত্তরপাশ এবং থানা সংলগ্ন এলাকার দক্ষিণ ও পশ্চিম পাশের ৫২টি পরিবার পানির মধ্যে রয়েছে। পানি ড্রেনের সাথে যথাযথ ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলে কিংবা কালবৈশাখী ঝড়ের পানি জমে যায়। ফলে দুর্ভোগে পরে ওই এলাকার পরিবারগুলো। কোমলমতি স্কুলের শিশু শিক্ষার্থীরা পরে বিপাকে। সাবরেজিস্টার অফিসে কর্মরত মারুফা আক্তার জানান, ‘পানি ওপরদিয়ে প্রতিদিন বাসায় যাওয়া-আসা করতে হয়।’ ভুক্তভোগী জাহাঙ্গীর বলেন, ‘ড্রেনেজ ব্যবস্থা হলে পরিবারগুলো পানিবন্ধী থেকে রেহাই পেত।’ সংশ্লিষ্ট কাউন্সিলর মাসুদুর রহমান খান বলেন, ‘আমরা অতি শীঘ্রই পানিবন্ধী পরিবারগুলোর ড্রেনেজ ব্যবস্থা করব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।