রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লার নাঙ্গলকোট পৌর সদরের ঢাকা-চট্রগ্রাম রেল পথের পাশে অবস্থিত গোত্রশাল সরকারি দীঘি থেকে দীর্ঘ প্রায় ৫ মাস ধরে স্থানীয় একটি প্রভাবশালী মহলের ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন অবশেষে বন্ধ করা হলো। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. সোহেল রানা বালু উত্তোলন চলাকালীন অভিযান চালিয়ে ড্রেজার মেশিনের পাইপ কর্তন করে বালু উত্তোলন বন্ধ করেন।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, নাঙ্গলকোট পৌর সদরের গোত্রশাল সরকারি দীঘি থেকে স্থানীয় একটি প্রভাবশালিমহল গত প্রায় ৫ মাস ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে মৎস্য প্রজেক্টের পুকুর ভরাট, বাড়িঘরে মাটি ভরাটসহ লাখ-লাখ টাকার বালু বিক্রি করে আসছিলেন। এক সাথে ৪টি ড্রেজার মেশিন বসিয়েও মাসেরপর মাস বালু উত্তোলন করা হয়। এতে করে পুকুরের চর্তুদিকে বসবাসরত প্রায় ৫০টি পরিবারের দালান ঘর, আধাপাকা ভবন ও কাঁচাবাড়িঘর হুমকির মধ্যে পড়ে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম ডাবল রেলপথ এবং কুমিল্লার জাঙ্গালিয়া থেকে ফেনী পর্যন্ত ৩৩ কেভি ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক লাইন ঝুঁকির মধ্যে পড়ে।
স্থানীয় ভুক্তভোগীদের সংশ্লিষ্ট প্রশাসনে অভিযোগ করেও প্রভাবশালি মহলটির বালু উত্তোলন বন্ধ করতে পারেনি। এছাড়া স্থানীয় এলাকাবাসী বিভিন্ন সময়ে নিজস্ব উদ্যোগে ড্রেজার মেশিনের পাইপ কেটেও বালু উত্তোলন বন্ধ করতে পারেনি। এনিয়ে স্থানীয় এবং জাতীয় পত্রিকায় সচিত্র সংবাদ প্রকাশিত হলেও প্রভাবশালী মহলটি প্রশাসনের ধরা-ছোঁয়ার বাহিরে থেকে যায়। অবশেষে সহকারী কমিশনার (ভূমি) মো. সোহেল রানার সাহসিকতায় ড্রেজার মেশিনের পাইপ কর্তন করে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের ব্যবস্থা গ্রহণ করেন। তিনি আগামী কয়েক ঘন্টার মধ্যে ড্রেজার মেশিনটি সরিয়ে নেয়ারও নির্দেশ দেন।
সহকারি কমিশনার (ভূমি) মো. সোহেল রানা বলেন- গোত্রশাল সরকারি দীঘি থেকে দীর্ঘদিন থেকে একটি মহল ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। আমরা এর আগেও তাদেরকে বার-বার বাধা দিয়েছি। কিন্তু তারা বালু উত্তোলন বন্ধ করেনি। অভিযোগ পেয়ে বালু উত্তোলনরত অবস্থায় ড্রেজার মেশিনের পাইপ কেটে বালু উত্তোলন বন্ধ করা হয়েছে। কে বা কারা বালু উত্তোলন করছে, তাৎক্ষনিক তাদের নাম জানতে পারিনি। ভবিষ্যতে যাতে কেউ বালু উত্তোলন করতে না পারে সতর্ক করে দেয়া হয়েছে। এছাড়া নাঙ্গলকোটে ড্রেজার মেশিন দিয়ে কেউ অবৈধভাবে বালু উত্তোলন করতে পারবে না বলেও তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।