Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ভান্ডারিয়ায় গরম পানিতে ঝলসে দিলো প্রতিপক্ষ

পাওনা টাকা চাইতে গেলে

ভান্ডারিয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

গতকাল শুক্রবার সকালে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ রাজপাশা গ্রামের সুবেদার মার্কেটে মনিন্দ্র কৃষ্ণ মন্ডল (৫৫) নামের এক পান বিক্রেতাকে গরম পানি দিয়ে ঝলসে দিয়েছে প্রতিপক্ষ।
আহত মনিন্দ্র কৃষ্ণ মন্ডলের ছেলে মানিক জানান, পান বিক্রির ৪শ’ টাকা চাইতে গেলে সুবেদার মার্কেটের চা ও পানের দোকানী বাহাদুর তাকে মারধর করে। এ সংবাদ পেয়ে তার বাবা মনিন্দ্র মন্ডল ঘটনাস্থলে ছুটে গেলে দোকানি বাহাদুর তার বাবার শরীরে চায়ের কেটলির ফুটন্ত গরম পানি ছুড়ে মারে। এতে তার বাবার ডান পাজরসহ শরীরের বিভিন্ন অংশ ঝলছে যায়। আহত মনিন্দ্র মন্ডলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার বাড়ি ভান্ডারিয়া উপজেলার ধাওয়া (এসি রায়) গ্রামে।
ভান্ডারিয়া থানা অফিসার ইনচার্জ মো. শাহাবুদ্দিন জানান, এ ঘটনার অভিযোগ পেয়ে বাহাদুরের দুই ছেলে মাসুম এবং মিজানকে আটক করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ