Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে বিনামূল্যে সার-বীজ বিতরণ উদ্বোধন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে আউশ প্রণোদনার কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার উপজেলা কৃষি অফিস আয়োজিত কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি অফিসার সৈয়দ রেজাই-মাহমুদের সভাপতিত্বে সার ও বীজ বিতরণের উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাইবান্ধার উপ-পরিচালক কৃষিবীদ এস এম ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক টিআইএম মকবুল হোসেন প্রামাণিক, যুগ্ম আহবায়ক সাজেদুল ইসলাম প্রমুখ। পরে প্রধান অতিথি কৃষকের হাতে সার ও বীজের বস্তা তুলে দিয়ে উদ্বোধন করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছর এ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক এক হাজার ৪৭৫ জন কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধানের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ