প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় সঙ্গীত ‘এসো হে বৈশাখ...’ এবার নতুন আঙ্গিকে করা হয়েছে। গানটিতে বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের বোতলসহ বিভিন্ন উপকরণ। পৃত্থিরাজের সঙ্গীত পরিচালনায় এই গানে নতুন করে কন্ঠ দিয়েছেন, বিখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী সাদী মোহাম্মদসহ বাপ্পা মজুমদার, কণা, তপু, লিংকন ডি কস্তা, ঐশী, শুভ, নাফিস, নন্দিতা, লিজা এবং ঋতুরাজ। এই অভিনব সংগীতের উদ্যোগে কোকা-কোলার গøাস বোতলকে গেøাকেনস্পাইয়েল, গøাস বোতলকে প্যান ফ্লুট, গøাস বোতলের ক্যাপকে টেমবোরিন, পিএটি বোতল ক্যাপ, গøাস বোতল ও চাল এবং পিএটি বোতল ও চিনিকে শাকের, ২ লিটারের পিএটি বোতলের ১০টি বান্ডেলকে কিক ড্রাম হিসেবে ব্যবহার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন পরিমানের চাল ভর্তি ক্যানের সমন্বয়ে রেইনস্টিক এবং ভিন্ন ধরনের গøাস ব্যবহার করে জলতরঙ্গ তৈরি করা হয়েছে, যা জিলোফোনসের স্টিক দিয়ে বাজানো হয়েছে। প্রজন্ম থেকে প্রজন্মে পহেলা বৈশাখের রং আর সুরের ভালবাসাকে ছড়িয়ে দিতেই কোকা-কোলা বাংলাদেশের এই উদ্যোগ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।